IQNA

ভূমি দিবসের ৪৩তম বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনিবাসীর বিক্ষোভ + ছবি

22:09 - March 31, 2019
সংবাদ: 2608239
আন্তর্জাতিক ডেস্ক: গ্রেট মার্চ অব রিটার্ন উপলক্ষে ইসরাইল ও গাজার মধ্যকার বাফার জোনে (নিরাপদ অঞ্চল) হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন। ইসরাইলের দখলদারের বিরুদ্ধে গণ-বিক্ষোভের বার্ষিকী উপলক্ষে শনিবার তারা জড়ো হন।

বার্তা সংস্থা ইকনা: গ্রেট মার্চ অব রিটার্ন ছাড়াও ভূমি দিবসের ৪৩তম বার্ষিকীও উদযাপন করছেন ফিলিস্তিনিরা। ১৯৭৬ সালে গালিলিতে আরব ভূমি দখলের প্রতিবাদ জানাতে গেলে ইসরাইলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হন। তখন থেকে ভূমি দিবস উদযাপন করে আসছেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া গাজার ওপর ইসরাইলের আরোপ করা ১২ বছরের অবরোধ প্রত্যাহারের দাবিও জানাচ্ছেন তারা।

গত বছরের মার্চ মাসে ফিলিস্তিনিরা যখন ওই বাফার জোনে নিয়মিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করতে শুরু করেন। এরপর থেকে প্রতি শুক্রবার ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে গ্রেট মার্চ অব রিটার্ন পালন করে আসছে। তবে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকাল ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলি ও প্লাস্টিক বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে ১০০ জনের অধিক ব্যক্তি আহত হয়েছেন।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী, বিগত এক বছরে ২৬৬ জন বিক্ষোভকারী শহীদ হয়েছে। এরমধ্যে ৫০ জন শিশু রয়েছে। iqna

captcha