IQNA

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চতুর্থ দিনে ১০ হাজেফের অংশগ্রহণ

16:30 - April 18, 2019
সংবাদ: 2608365
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতার চতুর্থ দিনে ২ জন নারী এবং ৮ জন পুরুষ হাফেজ অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: আজকে ১০ জন প্রতিযোগী বিচারকদের প্রশ্নে উত্তর দিয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।
আজকে সর্বপ্রথম কুয়েতের প্রতিনিধি “সুলতান বাদর মুহাম্মাদ সারাম” অংশগ্রহণ করে বিচারকদের ৪টি প্রশ্নের উত্তর প্রদান করেন। পরবর্তীতে সুদানের প্রতিনিধি “মুহাম্মদ আলী আব্দুল্লাহ গিবাল”, নাইজারের নারী প্রতিনিধি “ফাতেমা হুসাইন মুসা”, আইভরি কোস্টের প্রতিনিধি “ডিবালী আবুল বাক্কার”, আমিরাতের “জেইদ আলী ওমর”।
এরপর একটি ছোট বিরতির পর মালয়েশিয়ার প্রতিনিধি আব্দুল্লাহ আলওয়ান ইসমাইল এবং গাম্বিয়ার প্রতিনিধি “মুহাম্মাদ জুব” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে নাইজেরিয়ার নারী প্রতিনিধি বিচারকমণ্ডলীর চারটি প্রশ্নের উত্তর দেন। জর্ডানের প্রতিনিধি “বিইসম খলিল আহমাদ” এবং ইংল্যান্ডের “ফয়সার ওমর” অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার ৬১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৫ই এপ্রিল শুরু হয়েছে এবং একাধার ২০শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরুষকার বিতরণ করা হবে।   iqna

 

captcha