IQNA

মসজিদে বিস্ফোরণ ঘটানো হুমকির অভিযোগে আমেরিকান ছাত্র গ্রেফতার

21:09 - April 26, 2019
সংবাদ: 2608421
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদে বোমা বিস্ফোরণের হুমকি দেয়ার অভিযোগে আমেরিকার আরিজোনা প্রদেশের ফিনিক্স সিটির পুলিশ হাই স্কুল এক ছাত্রকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: ফিনিক্স সিটির পুলিশ মুখপাত্র "টমি থম্পাসুন" ২৪শে এপ্রিল বলেছেন: এই ছাত্র পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে।

টমি থম্পাসুন আরও বলেন: ফিনিক্স সিটির পিনকাল হাই স্কুলের এক শিক্ষার্থী সোমবার শুনেছে যে, ১৫ বছরের এই ছাত্র একটি মসজিদে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছে। মঙ্গলবার এই ছাত্রের কাছে হোয়াইট পাউডার ভর্তি একটি ব্যাগে দেখেছে।

এই শিক্ষার্থী এই  বিষয়গুলো স্কুল কর্তৃপক্ষকে বলেছে এবং স্কুল কর্তৃপক্ষ তা পুলিশকে জানায়।

পুলিশ মুখপাত্র বলেছে: এই ব্যাপারে পটাসিয়াম নাইট্রেট ছিল। এই দ্রব্য অন্য রাসায়নিক দ্রব্যের সাথে মিশ্রিত করে বিস্ফোরক দ্রব্য উৎপাদন করা যায়।

তিনি বলেন: আটক ছাত্র কোন নির্দিষ্ট মসজিদ উল্লেখ করে এই হুমকি দেয়নি।

উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোয় পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকায় উগ্রোবাদ ও চরমপন্থীদের কার্যক্রম অতিমাত্রয় বৃদ্ধি পেয়েছে। এই ফলে ইসলাম বিদ্বেষীদের সংখ্যা বৃদ্ধি এবং মুসলমান ও মসজিদের হামলার সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। iqna

 

 

captcha