IQNA

23:35 - June 26, 2019
সংবাদ: 2608777
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ৬ বছরের শিশুকন্যা মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি এখনও স্কুলে ভর্তি হয়নি। এই বয়সে তিনি আমিরাতের সর্বকনিষ্ঠ হাফেজ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

মেইসাম ইয়াহিয়ার মা বলেছেন: মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ তিন বছর বয়স থেকে আমিরাতের শারজাহের কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটে অনুষ্ঠিত কুরআনিক কোর্সে অংশগ্রহণ করেছে। এখন তার বয়স ছয় বছর এবং মেইসাম এখন সম্পূর্ণ কুরআনের হাফেজ।

তিনি বলেন: আমার মেয়ের যখন তিন বছর ছিল তখন তার দুই পারা মুখস্থ ছিল এবং আমিরাতে শেইখ জাদেহ শিরোনামে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় মেইসাম ইয়াহিয়া সপ্তম স্থানের অধিকারী হয়েছে। iqna

আমিরাতের কনিষ্ঠ হাফেজ “মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ”

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: