IQNA

6:42 - July 17, 2019
সংবাদ: 2608911
ইরাকের সংসদীয় স্পীকার বলেছেন, ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরাক।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রামাল্লায় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ ইশতিয়াহ তার  ইরাক সফরে গতকাল (১৬ই জুলাই) ইরাকের সংসদীয় স্পীকার মুহাম্মাদ আল-হালবুসি’র সাথে বাগদাদে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

বৈঠকে তারা ফিলিস্তিনের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়, ইরাকে বসবাসরত ফিলিস্তিনীদের অবস্থার উন্নয়ন এবং তাদেরকে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার পক্ষে সমর্থনের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের জনগণ এবং ফিলিস্তিনের সাথে সম্পৃক্ত বিষয়াদির বিষয়ে ইরাক সরকারের অবস্থানের বিষয়ে কৃতজ্ঞতা জানান তিনি।

ফিলিস্তিনীদের পক্ষ থেকে বাহরাইনের অর্থনৈতিক সম্মেলন বয়কট করার প্রশংসা করে আল-হালবুসিও বলেন, ইরাকের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ফিলিস্তিনীদের শক্তিশালী হওয়ারও কারণ হবে।#3827565

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: