IQNA

21:47 - July 28, 2019
সংবাদ: 2608975
আন্তর্জাতিক ডেস্ক: দারিদ্রপীড়িত ইয়েমেনে বর্বর সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব ও তার মিত্রদেরকে টানা তৃতীয় বছরের মতো শিশু হত্যাকারী দেশ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। একইসঙ্গে এ তালিকায় ঠাঁই হয়েছে ইহুদিবাদী ইসরাইলের।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- ২০১৮ সালে সৌদি আরব ইয়েমেন আগ্রাসনে চালিয়ে ৭২৯টি শিশুকে হত্যা অথবা আহত করেছে। গুতেরেসের প্রতিবেদন অনুসারে ২০১৮ সালে ইয়েমেনে সৌদি জোটের সরাসরি হামলায় ৭২৯টি শিশু হতাহত হয়েছে যা ওই বছরে মোট শিশু হতাহতের অর্ধেক। যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে ইয়েমেনে প্রতি বছর শত শত শিশু মারা যাচ্ছে।

এদিকে, শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করা এ প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ২০১৮ সালে ফিলিস্তিনি শিশু হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে। গত বছর ইসরাইল ৫৯টি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে এরমধ্যে ইহিুদিবাদী সেনাদের হাতে মারা গেছে ৫৬টি শিশু। শিশুদের ওপর এই বাড়তি সেনাশক্তির ব্যবহার ঠেকাতে কার্যকর ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

এ রিপোর্ট যাতে প্রকাশিত না হয় সেজন্য জাতিসংঘে নিযুক্ত সৌদি ও ইসরাইলি রাষ্ট্রদূত আগে থেকেই চেষ্টা চালিচ্ছিলেন কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।  iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: