IQNA

10:40 - August 10, 2019
সংবাদ: 2609058
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিলের মহাসচিব সেদেশের সর্ব কনিষ্ঠ হাফেজকে সম্মাননা প্রদর্শন করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিলের মহাসচিব রিম আব্দুল্লাহ আল-ফালাসী সেদেশের সর্ব কনিষ্ঠ হাফেজের পরিবারকে উদ্দেশ্য করে লিখেছেন: এটি একটি মহান সাফল্য। আর এরফলে আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিলও গর্বিত।
তিনি গুরুত্বারোপ করে বলেন: এই প্রতিভাবান শিশুর বিকাশ ও সাফল্যের জন্য আমিরাতের মা ও শিশু সুপ্রিম কাউন্সিল সর্বাত্মকভাবে সাহায্য করবে।
আমিরাতের মেইসাম ইয়াহিয়া মুহাম্মাদ এখনো স্কুলে ভর্তি হয়নি এবং পড়তে অথবা লিখতে পারে না। এ অবস্থায় এই শিশু সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছেন।
বর্তমানে মেইসাম ইয়াহিয়ার বয়স ৬ বছর। সংযুক্ত আরব আমিরাতের সর্ব কনিষ্ঠ হাফেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে।   iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: