IQNA

আমরা চাই ইসরাইল সবসময় আতঙ্কে থাকুক: হিজবুল্লাহ মহাসচিব

21:03 - September 01, 2019
সংবাদ: 2609174
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শোকাবহ মহররমের শুরুতে দেয়া এক ভাষণে আবারো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদার ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। গত কয়েক সপ্তাহে লেবাননের বিরুদ্ধে ইসরাইলি হামলার ব্যাপারে হিজবুল্লাহ মহাসচিবের এটাই দ্বিতীয় প্রতিক্রিয়া।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পর্যবেক্ষকরা ইসরাইলের বিরুদ্ধে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকিকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করেছেন। প্রথমত, তিনি তার বক্তব্যে বলেছেন, যেকোনো অবস্থায় ইসরাইলি অপরাধযজ্ঞের পাল্টা জবাব দেয়া হবে। তবে তিনি বলেননি কখন জবাব দেয়া হবে। তার এ হুমকি ইসরাইলিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি লেবানন সীমান্তের কাছে ইসরাইলি সেনাদেরকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনুত লিখেছে, "সেনাদেরকে উত্তরাঞ্চলীয় সীমান্তগুলোতে মোতায়েন করা হয়েছে এবং সৈনিকদের ছুটিও বাতিল করা হয়েছে।"

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তব্যে দখলদার ইসরাইলকে মৃত্যুর কঠিন প্রহর গণনাকারী হিসেবে অভিহিত করেন। তার বক্তব্যে দ্বিতীয় যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে, দৃঢ়তা ও কঠিন আত্মবিশ্বাস। তিনি ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়ার জন্য কোনো রকমের সন্দেহের অবকাশ রাখেননি। নাসরুল্লাহ বলেন, ইসরাইলি হামলার জবাব শুধু শাবা কৃষি খামারের দিক থেকেই আসবে না বরং লেবাননের যেকোনো প্রান্ত থেকে ইসরাইলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা হতে পারে। তিনি বলেন, কোথা থেকে এবং কখন আমরা জবাব দেব তা একান্তই আমাদের নিজস্ব ব্যাপার এবং এ বিষয়ে কারো মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে।

হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তার বক্তব্যে ইসরাইল হতবিহব্বল হয়ে পড়েছে। কারণ তিনি কখন ইসরাইলি হামলার জবাব দেবেন সে সম্পর্কে কিছুই উল্লেখ করেননি। এমনকি যেকোনো জায়গা থেকে এ হামলা চালানো হতে পারে বলে ঘোষণা দেয়ায় ইসরাইল আতঙ্কিত হয়ে পড়েছে। কেননা এর আগে ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইল শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। নাসরুল্লাহ তার ভাষণে বলেন, কিভাবে ও কি ধরণের হামলা চালানো হবে তা নিয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। কিন্তু আমরা চাই শত্রুরা সবসময় আতঙ্কে থাকুক।

হিজবুল্লাহ মহাসচিবের ভাষণের চতুর্থ দিক হচ্ছে, স্পষ্ট বক্তব্য। নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা আছে বলে ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ মহাসচিব ইসরাইলকে এ বার্তা দিয়েছেন যে, এসব কথা বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসলে আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, আমাদের নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা নেই কিন্তু নিখুঁতভাবে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র আমাদের হাতে রয়েছে।

যাইহোক সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর এসব বক্তব্য ইসরাইলকে চিন্তিত করে তুলেছে।  iqna

captcha