IQNA

ভারত ও আফগানিস্তানের কূটনীতিকদের তলব করল পাকিস্তান

15:18 - September 16, 2019
সংবাদ: 2609248
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও আফগানিস্তান সীমান্তে আলাদা গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে ওই দুই দেশের কূটনীতিকদের তলব করেছে পাকিস্তান। দু’টি গুলিবর্ষণের ঘটনায় চার পাকিস্তানি সৈন্য ও একজন বেসামরিক নারী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার একজন আফগান কূটনীতিককে তলব করে আফগানিস্তানের ভেতর থেকে জঙ্গিরা পাকিস্তানে গুলি চালিয়েছে বলে প্রতিবাদ জানানো হয়। শুক্রবার বিকেলের দিকে আফগান জঙ্গিরা পাকিস্তানি সৈন্যদের একটি টহল যানে গুলি চালিয়ে একজন সৈন্যকে হত্যা করে।

দ্বিতীয় ঘটনাও ঘটে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া সীমান্তে এবং সেখানে আফগান জঙ্গিদের হামলায় তিন পাকিস্তানি সৈন্য নিহত হয়। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আফগান কূটনীতিককে জানানো হয়, দু’টি ঘটনার জন্যই কাবুল সরকার দায়ী; কারণ, পাক-আফগান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা আফগান সরকারের দায়িত্ব।

এদিকে পাকিস্তান শনিবার নয়াদিল্লিতে নিযুক্ত একজন ভারতীয় কূটনীতিককেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। ওই কূটনীতিককে জানানো হয়, বিতর্কিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের গুলিবর্ষণে ৪০ বছর বয়সি এক পাকিস্তানি বেসামরিক নারী নিহত হয়েছে।

পাক-আফগান ও পাক-ভারত সীমান্তে মাঝেমধ্যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং এজন্য পরস্পরকে দায়ী করার রীতিও দীর্ঘদিনের। সর্বশেষ গুলিবর্ষণের ঘটনা এমন সময় ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলকে কেন্দ্র করে নয়াদিল্লি ও ইসলামাবাদের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে সম্প্রতি আফগানিস্তানের তালেবানের সঙ্গে আমেরিকার শান্তি আলোচনা ভেঙে গেছে। পার্সটুডে

captcha