IQNA

জাবুলের আত্মঘাতী বোমা হামলাকারীর সহায়কদের গ্রেফতার করেছে আফগান সেনারা

17:06 - September 22, 2019
সংবাদ: 2609272
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, জাবুল প্রদেশে আত্মঘাতী বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গাজনি প্রদেশে থেকে তালেবানে ৯ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে: গতকাল ২১শে সেপ্টেম্বর গাজনি প্রদেশে একটি বিশেষ অপারেশন চালানো হয়েছে। এই অপারেশনের মাধ্যমে জাবুলে আত্মঘাতী হামলার সাথে জড়িত থাকার অভিযোগে আফগান কমান্ডো এবং পুলিশের বিশেষ বাহিনী হামলার মূল পরিকল্পনাকারী সহকারে অপর ৮ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে জাবুলে আত্মঘাতী হামলার সাথে তিন জন জড়িত ছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে, জাবুলের একটি ক্লিনিকের নিকটে এই হামলা চালানো হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারীকেও গ্রেফতার করা হয়েছে।
এই হামলা চালানোর জন্য গাজনি থেকে জাবুলে দুইটি গাড়ি এবং বোমা নিয়ে গিয়েছিলো তালেবানের দুই সদস্য। এই দুই সন্ত্রাসীকেও গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, জাবুল প্রদেশের কেন্দ্রীয় শহর কালাতে ১৯শে সেপ্টেম্বর আত্মঘাতী গাড়ি বোমা হামলার ফলে ২০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।  iqna

 

captcha