IQNA

জিম্বাবুয়ে ভ্রাম্যমাণ কোরআন প্রশিক্ষণ

14:23 - October 02, 2019
সংবাদ: 2609352
আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের রাজধানী হারারে’য় শিক্ষার্থীদের জন্য ভ্রমমাণ কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআনের সংস্কৃতি প্রাসর ও শিশুদের এই ঐশী গ্রন্থের সাথে পরিচয় করানোর জন্য এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। জিম্বাবুয়ে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে এই প্রশিক্ষণ কোর্স সেদেশের রাজধানী হারারে’র উপকণ্ঠে অনুষ্ঠিত হচ্ছে।
নতুন শিক্ষার্থীরা এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে রুখানি ও রাওয়ানখানি ছাড়াও পবিত্র কুরআন হেফজ এবং কুরআন সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধানের সাথে পরিচিত হবেন।
জিম্বাবুয়ে অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশে বিভিন্ন ধরণের কুরআনিক প্রোগ্রাম পরিচালনা করছেন। এরমধ্যে কুরআন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণসহ অন্যান্য প্রোগ্রাম পরিচালনা করছেন।  iqna

 

captcha