IQNA

নেদারল্যান্ডের একটি মসজিদে আগুন লাগানোর দায়ে ঘাতকের ৩ বছর কারাদণ্ড

22:25 - October 04, 2019
সংবাদ: 2609369
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডের লেভুওয়ার্ডেন শহরের একটি মসজিদে আগুন লাগিয়ে লাগানোর দায়ে এক ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নেদারল্যান্ডের উত্তরাঞ্চলের একটি আদালত মরোক্কান বংশোদ্ভূতদের আওতাধীন একটি মসজিদে আগুন লাগানোর দায়ে সেদেশের এক নাগরিককে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং ১৩০০ ইউরো জরিমানা ধার্য করেছে।

আদালত আরও বলেছে যে, এই ব্যক্তি মসজিদের সামনে আবর্জনার একটি ব্যাগ রেখে, উক্ত ব্যাগে আগুন ধরিয়ে মসজিদের পেশ ইমাম ও মুসল্লিদের জীবন বিপন্ন করার চেষ্টা করেছে।

এই ঘটনার পরে নেদারল্যান্ডের নিরাপত্তা বাহিনী মসজিদের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে।   iqna

 

captcha