IQNA

২০১৯ সালের দ্বিতীয় তিন মাসে;

কুরআন হেফজের কোর্সে ২০ হাজার কাতারি নারীর অংশগ্রহণ

14:41 - October 12, 2019
সংবাদ: 2609418
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ২০ হাজার নারী ২০১৯ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কুরআন হেফজ কোর্সে অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারে নারীদের জন্য কুরআন প্রশিক্ষণ সেন্টারে কুরআনের আলোকে অনুষ্ঠিত বিভিন্ন কোর্সে এসকল নারীগণ অংশগ্রহণ করেছেন।
কাতারের ইসলামিক এবং আওকাফ মন্ত্রণালয়ের আওতাধীন ধর্মীয় গাইডেন্স ও প্রচার বিভাগের তত্ত্বাবধায়নে ২১টি কুরআন হেফজ সেন্টারে এই কোর্স অনুষ্ঠিত হয়েছে।
কাতারের নাগরিক এবং সেদেশে বসবাসকৃত বিদেশী নাগরিকগণ বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এবং সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত মহিলারা এই কোর্সে স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করেছেন।
কাতারের ইসলামিক এবং আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেদেশের নারী ও শিশুদের জন্য এই কোর্স অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে কাতারের নারীরা কুরআন পড়া, আরবি অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করা, কুরআনের কিছু অংশ হেফজ করা, তাফসির এবং তাজবিদ সম্পর্কে অবগত হয়েছেন।

২০১৯ সালের দ্বিতীয় তিন মাসে (এপ্রিল থেকে জুলাই পর্যন্ত) কুরআন প্রশিক্ষণের আলোকে সকাল ও বিকালের পর্বে ৭১৮টি কোর্স অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কাতারের নারীরা “সাহায়িবুল খাইর” নামক ১৩টি কুরআনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। iqna


captcha