IQNA

সিরিয়া থেকে পশ্চাদপসরণ করে ইরাকে প্রবেশ করছে মার্কিন সেনারা

23:42 - October 21, 2019
সংবাদ: 2609481
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় থাকা মার্কিন সেনারা ইরাকে ঢুকছে। ইরাক-সিরিয়া সীমান্তের সাহেলা ক্রসিং দিয়ে তারা ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ দোহুকে প্রবেশ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ (২১শে অক্টোবর) মার্কিন সেনারা সিরিয়া থেকে পশ্চাদপসরণ করে ইরাকে প্রবেশ করছে।
বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে পাঁচ দিনের যুদ্ধবিরতি এবং সিরিয়ার পূর্বাঞ্চলীয় ফুরাতে কুর্দিদের উপর তুর্কি আক্রমণ বন্ধের বিষয়ে গত সপ্তাহে একটি চুক্তির পরে আজ শতাধিক মার্কিন সামরিক যান সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক স্পিয়ার শনিবার (১৯শে অক্টোবর) বলেছেন: সিরিয়া থেকে পশ্চাদপসরণ করার পর আমেরিকার ১০০০ সেনা ইরাকে অবস্থিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সাথে লড়াই করার জন্য সেদেশে প্রবেশ করবে।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান গুরুত্বারোপ করে বলেছেন, যদি কুর্দি বাহিনী নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তুর্কি সেনারা তাদের উপর হামলা অব্যাহত রাখবে।
তিনি আরও বলেছেন যে, সীমান্তবর্তী নিরাপদ অঞ্চলে নজরদারি করার জন্য কয়েক ডজন পর্যবেক্ষণ ঘাঁটি স্থাপন করা হবে। এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তুরস্ক ২০শে অক্টোবর রবিবার দুটি নজরদারি কেন্দ্র চালু করেছে।
উল্লেখ্য যে, সিরিয়ার উত্তর-পূর্ব আইএস এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে তুরস্ক ৯ম অক্টোবর থেকে "স্প্রিংস অফ পিস" অপারেশন চালু করেছে। এই অভিযানের ফলে এপর্যন্ত দুই শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত এবং ৬০০ জন আহত হয়েছেন।  iqna

 

 

captcha