IQNA

ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী;

ইয়েমেনের ৫৪ লাখ নাগরিক অপুষ্টিতে ভুগছে

0:59 - November 25, 2019
সংবাদ: 2609695
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন: ইয়েমেনে যুদ্ধের কারণে ৫৪ লাখ নাগরিক অপুষ্টি এবং ক্ষুধায় ভুগছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল-মুতাওক্কিল গতকাল (২৩শে নভেম্বর) ঘোষণা করেছেন: সৌদি জোটের বর্বর আগ্রাসনে ব্যবহৃত যুদ্ধের অস্ত্রের ফলে এবং তাদের বোমার বিস্ফোরণের কারণে ভীত হয়ে প্রতিবছর ৫,০০০ ইয়েমেনি শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।
তিনি বলেন: ইয়েমেনের শিশুদের এখন ওষুধ ও চিকিৎসার প্রয়োজন। জাতিসংঘ এখনও পর্যন্ত এই নিষ্পাপ শিশুদের ওষুধ ও চিকিৎসা সেবা সরবরাহ করার জন্য একটিও বিমান এদেশে পাঠায় নি।
ইয়েমেনের সম্পদ এবং জাতিসংঘের পক্ষ থেকে সেদেশে যে সাহায্য প্রেরণ করা হবে, তার বিবরণ জানতে চেয়ে তাহা আল-মুতাওক্কিল বলেন: ইয়েমেনে সাহায্য হিসেবে গাড়ির জন্য বিভিন্ন যন্ত্র পাঠানো হচ্ছে। এই সাহায্য ইয়েমেনীদের কোন কাজে আসবে না।
তিনি জাতিসংঘের উদ্দেশ্য বলেন: আমাদের শিশুদের দেখতে অশ্রু ঝরানোই যথেষ্ট। আপনাদের আন্তর্জাতিক এবং সাহায্যমূলক প্রতিবেদনের ফলে এপর্যন্ত আমর কোনই সাহায্য পাইনি।
মুতাওয়াক্কিল বলেন, “আমরা বিশ্ববাসীর কাছে শিশুদের খেলনা এবং ভিডিও গেমস চাই না, আমরা শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং এ সংক্রান্ত অন্যান্য সামগ্রী চাই। আমাদের শিশুদের বাঁচার অধিকার দেয়া হোক।”
ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন: সৌদি জোটের বর্বর আগ্রাসনে ব্যবহৃত যুদ্ধের অস্ত্রের ফলে এবং তাদের বোমার বিস্ফোরণের কারণে ভীত হয়ে প্রতিবছর ৫,০০০ ইয়েমেনি শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এরমধ্যে ৫ বছরের নিচে ২৯ লাখ শিশু রয়েছে।  iqna

captcha