IQNA

কুরআন তিলাওয়াত শুনতে রাস্তায় জড়ো হয়েছেন নরওয়ের সাধারণ মানুষ

22:24 - November 26, 2019
সংবাদ: 2609708
আর্ন্তজাতিক ডেস্ক: নরওয়েতে কুরআন অবমাননার ঘটনায় যখন সারা বিশ্বের মুসলিমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তখন সম্প্রীতি ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে নরওয়ের মুসলিমরা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গত সপ্তাহে কুরআন অবমাননার মতো দুঃখজনক ঘটনার পর তারা নরওয়ের পার্কে সাউন্ড বক্সে কুরআনের তিলাওয়াত বাজিয়েছে। মুসলিমদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ মানুষ।

গত সপ্তাহে নরওয়ের ‘ইসলামবিদ্বেষী’ সংগঠন ‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে। এতে কুরআন অবমাননা ও তাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।

ঘটনায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মুসলিম বিশ্বে বিক্ষোভ ও প্রতিবাদ হয়। তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও আটক মুসলিম যুবকের মুক্তি দাবি করে এবং এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে নরওয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে।  iqna

 

captcha