IQNA

আল্লাহর বানী অবমাননার প্রতিবাদে বিনামূল্যে কুরআন বিতরণ

15:12 - December 05, 2019
সংবাদ: 2609770
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নরওয়েতে ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআনের অবমাননা করেছে। এর প্রতিবাদে সেদেশের তিনটি ইসলামিক সংগঠন সেদেশের নাগরিকদের মধ্যে বিনামূল্যে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

সংবাদ সংস্থা “আল-খালিজ”এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নরওয়েজিয়ান অ্যাসোসিয়েশন অফ ইসলামিক আর্টস অ্যান্ড কালচার, ইসলামী সাহিত্যের সমিতি এবং নরওয়ের রাজধানী অসলোর "মিনহাজুল কুরআন" মসজিদের কর্তৃপক্ষ সেদেশের রাজধানী অসলো এবং দ্বিতীয় বৃহত্তম শহর বার্গেনের নাগরিকদের মাঝে পবিত্র কুরআনের ১০ হাজার পাণ্ডুলিপি বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই পরিকল্পনা বাস্তবায়নের সকল খরচ উল্লেখিত তিনটি সংস্থা এবং সেদেশের মুসলিম জনগণের সহায়তায় সরবরাহ করা হবে। প্রায় দুই সপ্তাহ পূর্বে নরওয়ের ক্রিশ্চিয়ানস্যান্ড শহরে ইসলাম বিদ্বেষী “স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” (SIAN) দলটি বিক্ষোভ প্রদর্শন করে এবং সেখানে পবিত্র কুরআনের অবমাননা করে। এর প্রতিবাদে সেদেশের মুসলমানেরা জনসাধারণের মধ্যে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
পাকিস্তানের বংশোদ্ভূত "মিনহাজুল কুরআন” মসজিদের প্রশাসনিক কাউন্সিলের সদস্য হামজা আনসারী বলেন: আমি মনে করি পবিত্র কুরআনের বিষয়বস্তু সম্পর্কে বহু লোকের কৌতূহল রয়েছে। আশা করি কুরআন বিতরণ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই ঐশী গ্রন্থ সম্পর্কে অমুসলিমদের অস্পষ্ট ধারণ দূর হবে।
উল্লেখ্য যে, সম্প্রতি ইসলাম বিদ্বেষী “স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে” (SIAN) দলটি নরওয়ের ক্রিশ্চিয়ানস্যান্ড শহরে তাদের আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে পবিত্র কুরআনের দুটি পাণ্ডুলিপি আবর্জনার মধ্যের ফেলে দিয়েছে। এছাড়াও এই চরমপন্থি দলের নেতা লার্স থারসন পবিত্র কুরআনের অপর এক পাণ্ডুলিপিতে আগুন দিয়েছে। এসকল অবমাননাকর পদক্ষেপের প্রতিবাদের বিশ্বে ইসলাম প্রিয় মুসলমানেরা তীব্র নিন্দা জানিয়েছেন।  iqna

 

captcha