IQNA

মূর্তির সামনে মাথা নত করতে উইঘুর শিশুদের বাধ্য করছে চীন কর্তৃপক্ষ

21:57 - November 29, 2019
সংবাদ: 2609725
আন্তর্জাতিক ডেস্ক: উইঘুর মুসলিম শিশুদের মূর্তির সামনে মাথা নত করতে চীন কর্তৃপক্ষ বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে। মুসলিম শিশুদের হান চাইনিজ হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: উইঘুরদের অধিকার নিয়ে কাজ করা অস্ট্রেলিয়ান মানবাধিকার-কর্মী আরসালান হিদায়াত এই তথ্য জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, অবিশ্বাস্য হলেও সত্য, উইঘুর মুসলিম শিশুদের মূর্তির সামনে রুকুর মতো মাথা নত করতে বাধ্য করা হচ্ছে।

উল্লেখ্য, ডিটেনশন ক্যাম্পে ১০ লাখেরও বেশি উইঘুর মুসলিমকে আটকে রেখেছে চীন কর্তৃপক্ষ। তাদেরকে ইসলাম পালন তো দূরের কথা, বরং বাধ্য করা হচ্ছে অনৈসলামিক সব কাজে।  fateh24

ট্যাগ্সসমূহ: উইঘুর ، মুসলিম ، শিশু ، ইকনা ، চীন ، টুইট
captcha