IQNA

21:18 - December 04, 2019
সংবাদ: 2609768
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদে উগ্রতাবাদের প্রসারের বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করেছেন ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী।

জাকার্তা পোস্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইন্দোনেশিয়ার ডেমোক্রাটিক পার্টির প্রধান মেঘবতী সুকর্ণপুত্রী মসজিদ উগ্রতাবাদী খোতবা প্রদানের বিষয়ে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

তিনি বলেন: রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও ইন্দোনেশিয়ার মসজিদ বিষয়ক শুরার প্রধান ইউসুফ কালাসহ বিভিন্ন মাদ্রাসার ধর্মীয় শিক্ষকদের নানান পদক্ষেপ ও কথাবার্তায় আমরা উদ্বিগ্ন।

মেঘবতী বলেন: আমরা জানি যে, আমাদের অনেক মসজিদ এমনকি বেশ কিছু মন্ত্রণালয়ও উগ্রতাবাদের মুখোমুখি। আমি ঐ সকল মাদ্রাসার শিক্ষকদেরকে প্রশ্ন করেছি যে, মসজিদ কি ঘৃণা প্রকাশ ও ধ্বংসাত্মক চেতনার প্রসারের স্থান?

তিনি আরও বলেন: উগ্রতাবাদি বক্তারা যাতে মসজিদে ওয়াজ না করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য আমি ইউসুফ কালার প্রতি আহবান জানিয়েছি।

প্রসঙ্গত, বিগত সপ্তাহগুলোতে, ইন্দোনেশিয় সরকার এবং দেশটির বিভিন্ন মন্ত্রণালয় একটি নীতিমালা তৈরী করেছে, যার ভিত্তিতে সরকারি কর্মকর্তারা উগ্রতাবাদি ও মানুষের মনে ঘৃণার জন্ম দেয় এমন ধরনের কোন পোস্ট প্রকাশ, শেয়ার এবং লাইক প্রদান নিষিদ্ধ হয়েছে।#3861774

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: