IQNA

আফগানিস্তানে ইসলামি ইন্সুরেন্স বিষয়ক প্রথম সম্মেলন

23:16 - December 06, 2019
সংবাদ: 2609782
সাংস্কৃতিক ডেস্কঃ ইসলাম ধর্মের দৃষ্টিতে ইন্সুরেন্স ও ইসলামি ইন্সুরেন্স বিষয়ক প্রথম সম্মেলন কাবুলে অনুষ্ঠিত হয়েছে।

MenaFN এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের মিনিস্ট্রি অব ইকোনোমিক্স এ্যাফেয়ার্স এ্যান্ড ফিন্যান্স এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, ইসলামি ইন্সুরেন্সের বিষয়ে জনগণের অবগতি বৃদ্ধি, দেশে ইসলামি বিমা শিল্পের সম্প্রসারণ এবং এই খাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে ইসলামি ইন্সুরেন্স পরিচিতি শীর্ষক প্রথম সম্মেলন আয়োজিত হয়েছে।

ঐ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিমালা নির্ধারণ এবং ইসলামি বিমার গ্রাহক বৃদ্ধি লক্ষ্যে পারস্পারিক সহযোগিতার জন্য সরকারি ও বেসরকারি সকল ইসলামি ইন্সুরেন্স কোম্পানীগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তানের মিনিস্ট্রি অব ইকোনোমিক্স এ্যাফেয়ার্স এ্যান্ড ফিন্যান্স কর্তৃপক্ষের ভাষ্যমতে, আফগানিস্তানে ইসলামি ইন্সুরেন্সের নীতিমালা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় তৈরী করা হয়েছে।#3860756

 

captcha