IQNA

ফিলিস্তিনি নেতাদের হত্যার নীতি পুনরায় চালু করার হুমকি দিল ইসরাইল

0:30 - December 28, 2019
সংবাদ: 2609918
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাট্‌য বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে আবার ‘পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর নীতি’তে ফিরে যাবে তেল আবিব।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসরাইলি সেনা রেডিও’কে দেয়া সাক্ষাৎকারে কাট্‌য আরো বলেন, গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে রকেট হামলায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে দখলদার সরকার। ইহুদিবাদী মন্ত্রী বলেন, এরপর চিহ্নিত ব্যক্তিদেরকে হত্যা করা হবে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ হুমকি দিলেন যখন গাজা উপত্যকার ওপর বিমান হামলা বা পরিকল্পিত হত্যাকাণ্ড কখনোই বন্ধ করেনি তেল আবিব। ইসরায়েল কাট্‌যের এ হুমকির মাত্র কয়েক ঘণ্টা আগেও গাজার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলি বাহিনী।

ইসরাইলি বাহিনী গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জঙ্গিবিমান ও হেলিকপ্টার গানশিপ থেকে গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। iqna

 

captcha