IQNA

20:35 - February 04, 2020
সংবাদ: 2610172
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরে গেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের চাপের মুখে মালয়েশিয়া সফর বাতিলের প্রায় দেড় মাস পর তিনি কুয়ালালামপুর গেলেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হবে বলে জানা গেছে। গত ডিসেম্বরে সৌদি ও আমিরাতি চাপে শেষ মুহূর্তে মালয়েশিয়া সফর বাতিল করেন ইমরান খান।

গত নভেম্বরে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও উন্নয়ন বাড়ানোর বিষয়ে সম্মেলন করার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

এরপর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি ও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সম্মেলনে অংশ নিলেও ইমরান খান কুয়ালালামপুর সফর বাতিল করেন।

১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামের ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।  iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: