IQNA

ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

22:07 - February 06, 2020
সংবাদ: 2610183
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ককে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী অধিকৃত গোলান মালভূমি থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

বার্তা সংস্থা ইকনকা'র রিপোর্ট: সানা বলেছে, “আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের হামলা মোকাবেলা করেছে। ইসরাইলি সেনারা যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তার বেশিরভাগই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।”

আজ (বৃহস্পতিবার) সকালের দিকে গোলান মালভূমি ও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার আল-কিওসয়া, মার্জ আল-সুলতান, বাগদাদ ব্রিজ এবং ইজরার দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার কি ধরনের প্রতিষ্ঠান বা স্থাপনা লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এবং এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সানা তা বিস্তারিত জানায় নি।

অবশ্য, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রাজধানী দামেস্কের কাছে তিনটি সরকারি স্থাপনা লক্ষ্য করে ইসরাইল এ হামলা চালায় এবং একটি এলাকায় আগুন ধরে যেতে দেখা গেছে। iqna

captcha