IQNA

নিরাপত্তা বজায় রাখতে এবং আগাম নির্বাচনের বিষয়ে আয়াতুল্লাহ সিস্তানির গুরুত্বারোপ

20:04 - February 08, 2020
সংবাদ: 2610192
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশে অনুষ্ঠিত বিক্ষোভের নিরাপত্তা এবং আগাম নির্বাচনের সুরক্ষা বজায় রাখার জন্য গুরুত্বারোপ করেছেন।

সুমারিয়া নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শুক্রবার ইরাকের কারবালা নগরীর জুমার নামাজে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া এক বাণীতে আয়াতুল্লাহ সিস্তানির প্রতিনিধি, প্রভাবশালী এই আলেমের গুরুত্বপূর্ণ দুইটি পয়েন্ট তুলে ধরেন। কারবালার জুমার নামাজের ইমাম সাইয়্যেদ আহমাদ সাফি ওই বাণী পড়ে শোনান।

প্রথম পয়েন্টটি হলো: ইরাকে সংস্কার আহ্বানকারীদেরকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রাখতে বলেছেন। এছাড়াও সেদেশের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের নিরাপত্তা বজায় রাখতে বলেছেন।

আয়াতুল্লাহ আলী সিস্তানি সেদেশের প্রতিবাদকারী জনতার ওপর যেকোনো পক্ষের হামলার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ দেখানোর জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দ্বিতীয় পয়েন্টটি হলো: কোন প্রকার বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ পরিবেশ আগাম নির্বাচনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

আয়াতুল্লাহ সিস্তানি তার বাণীতে বলেন, ইরাকের সরকারকে জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করতে হবে; কারণ জনগণের আস্থা না থাকলে সরকার বৈধতা হারাবে। তিনি ইরাকে আগাম পার্লামেন্ট নির্বাচন দেয়ার প্রস্তাব বাস্তবায়ন করার জন্যও বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য যে, গত বুধবার ইরাকের নাজাফ শহরে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার পর আয়াতুল্লাহ সিস্তানি এ বক্তব্য দিলেন। ওইদিন নাজাফে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মুক্তাদা সাদরের সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত আটজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। iqna

captcha