IQNA

0:05 - February 15, 2020
সংবাদ: 2610233
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছে। আমেরিকার একটি ইহুদি গ্রুপের ছদ্মাবরণে ইসরাইলের ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি চলতি সপ্তাহে সৌদি আরব সফর করে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উষ্ণতর করার যে চেষ্টা চলছে তারই অংশ হিসেবে এ সফর হলে বলে মনে করা হচ্ছে। ইসরাইলের ইংরেজি ভাষার সংবাদপত্র জেরুজালেম পোস্ট আজ (শুক্রবার) এক প্রতিবেদনে জানিয়েছে, ‘কনফারেন্স অফ প্রেসিডেন্টস’ নামে আমেরিকার একটি প্রভাবশালী ইহুদি সংস্থার সদস্যরা সৌদি আরব সফর করেন। ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরুর পর থেকে এই প্রথম এ ধরনের প্রতিনিধিদল সৌদি আরব সফরে গেল।

জিউশ টেলিগ্রাফিক এজেন্সি বলেছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইহুদি প্রতিনিধিদলটি সৌদি আরব সফর করে। এ সময় ওয়ার্ল্ড মুসলিম লীগের মহাসচিব শেখ মুহাম্মাদ বিন আব্দুল কারিম বিন আবদুল আজিজ আলে ঈসা-সহ সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয়।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে করিম বিন আলে ঈসার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব বৈঠকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা হয়। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: