IQNA

নবী নন্দিনীর জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ডে উৎসব মাহফিল + ছবি

20:02 - February 16, 2020
সংবাদ: 2610244
তেহরান (ইকনা)- নবী নন্দিনী হযরত ফাতেমা জাহরা (সা. আ.)এর পবিত্র জন্মবার্ষিকী ও মা দিবস উপলক্ষে ইংল্যান্ডের ইসলামিক সেন্টারে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই মাহফিল গতকাল রাতে এশার নামাজের পর ফার্সি ও ইংরেজি ভাষায় ইংল্যান্ডের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে লন্ডন-ইসলামিক কলেজের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ঈসা জাহাঙ্গীর বলেন: পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) সকলের জন্য উত্তম আদর্শ এবং তিনি অসংখ্যবার হযরত ফাতেমা জাহরা (সা. আ.)কে সম্মান প্রদর্শন করেছেন।

তিনি বলেন: স্বয়ং ইমামে জামান (আ.) বলেছেন: “হযরত ফাতেমা (সা. আ.) আমার জন্য আদর্শ”।

লন্ডন-ইসলামিক কলেজের প্রধান বলেন: হযরত ফাতেমা জাহরা (সা. আ.) তাঁর মহান পিতা হযরত মুহাম্মাদ (সা.)কে সর্বদা সমর্থন ও সাহায্য করেছন এবং ইমাম আলী (আ.)এর সময়ে বেলায়েতকে রক্ষা করেছেন। ইসলামের এই মহান নারী পরিবার গঠন এবং সন্তান লালন-পালনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন: মা দিবস হিসাবে এই দিনকে নির্বাচন করার মাধ্যমে মায়েদের শ্রদ্ধা এবং মান আরও বৃদ্ধি পেয়েছে। মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রদর্শন করা উচিৎ। এই বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। iqna

captcha