IQNA

19:42 - February 18, 2020
সংবাদ: 2610255
তেহরান (ইকনা)- হামবুর্গের ইমাম আলী (আ.) মসজিদ প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে ভিডিওর মাধ্যমে এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছে জার্মানের NDR চ্যানেল।

এই ভিডিওতে ইমাম আলী (আ.) মসজিদের ইতিহাস ছাড়াও ছবি এবং সাক্ষাৎকার সম্প্রচার করেছে।

বার্তা মানে এই মসজিদটি হামবুর্গের অন্যতম পর্যটন কেন্দ্র এবং এটি নীল মসজিদ হিসাবে পরিচিত।

১৯৬০ সালের ১৩ই ফেব্রুয়ারি জার্মানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হামবুর্গে ইরানের দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ হুসাইন বুরুজেরদী (রহ.)’র প্রতিনিধি আয়াতুল্লাহ মুহাম্মাদ মুহাক্কেকী লাহিজী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে এই মসজিদটি ইউরোপের একটি প্রসিদ্ধ মসজিদ এবং এর নাম “ইমাম আলী (আ.)" মসজিদ।

হামবুর্গের ইসলামিক সেন্টারে অবস্থিত ইমাম আলী (আ.) মসজিদ। এই পবিত্র স্থান থেকে সর্বদা শান্তি ও সুরক্ষার বার্তা প্রেরণ করা হয়। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: