IQNA

21:23 - February 19, 2020
সংবাদ: 2610263
তেহরান (ইকনা)- শুধুমাত্র মহান আল্লাহ নক্ষত্রসমূহের সঠিক অবস্থান সম্পর্কে জানেন।

আর এজন্যই পবিত্র কুরআনে বলা হয়েছে:


«فَلَا أُقْسِمُ بِمَواقِعِ النُّجُومِ.»


আমি নক্ষত্ররাজির গতিপথের শপথ করে বলছি।

 

বিজ্ঞানীরা বলেন যে, লক্ষ লক্ষ বছর আগে এই নক্ষত্ররাজি ছিল যা আমরা এখনো দেখছি। তবে এই নক্ষত্ররাজির অবস্থান সম্পর্কে আমাদের নিকটে কোন তথ্য নেই।


শুধুমাত্র মহান আল্লাহ নক্ষত্রসমূহের সঠিক অবস্থান সম্পর্কে জানেন। এজন্যই মহান আল্লাহ শপথ করে বলেছেন: “আমি নক্ষত্ররাজির গতিপথের শপথ করে বলছি”। -সূরা ওয়াকি’আহ, আয়াত ৭৫

 

হযরত মুহাম্মাদকে (সা.)এই নভোমণ্ডল সম্পর্কে কে অবগত করেছেন?! তিনি মহান আল্লাহ ব্যতীত অন্য কেহ নয়। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: