IQNA

কুয়েতের কুরআনিক কেন্দ্রে করোনার হামলা/ সকল কার্যক্রম বন্ধ

20:00 - February 29, 2020
সংবাদ: 2610327
তেহরান (ইকনা)- করোনাভাইরাসের বিস্তার রোধে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় সেদেশের কুরআনিক কেন্দ্রগুলি বন্ধ করে দিয়েছে।

কুয়েতের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় গতকাল টুইটার পেজে ঘোষণা করেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য ২৮শে ফেব্রুয়ারি থেকে সকল কুরআনিক ও ইসলামিক স্টাডিজ কেন্দ্রসমূহ আগামী দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে।

এই ছাড়াও এই মন্ত্রণায় কুয়েতের সকল মসজিদের জুমার খতিবকে করোনাভাইরাসের ব্যাপারে সতর্ক করে ধর্মোপদেশ দেওয়া আহ্বান জানিয়েছে।

এদিকে কুয়েত সরকার করোনাভাইরাস প্রতিরোধের জন্য আগামী দুই সপ্তাহের জন্য সেদেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কুয়েতে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এসকল রোগীরা সেদেশের মেডিকেল সেন্টার এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। iqna

 

 

captcha