
গতবছর জুলাই মাসে ইসরাইলি সেনারা আল-খলিল শহরে আজম সালেহের বাড়িতে হামলা চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল।
আজম সালেহ ছয় মাস আওফার কারাগারে অস্থায়ী হেফাজতে ছিলেন এবং জায়নিস্ট সরকার বিনা অভিযোগে বা বিচার ছাড়াই তার কারাবাসের মেয়াদ আরও ৪ মাস বাড়িয়ে দেয়। আর এভাবেই আজম সালেহকে মোট ৮ মাস কারাবাসে থাকতে হয়।
ফিলিস্তিনের এই প্রতিনিধি পূর্বেও বহুবার ইসরাইলের সেনাদের হাতে বন্দি হয়েছে। এই প্রতিনিধির মুক্তির পর বর্তমানে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের ৫ জন সংসদ সদস্য বন্দি রয়েছে। iqna