IQNA

করোনাভাইরাস শনাক্ত করার কিট বাজারে আনছে ইরানি কোম্পানি

0:01 - March 26, 2020
সংবাদ: 2610480
তেহরান (ইকনা)- ইরানের একটি কোম্পানি করোনাভাইরাস শনাক্ত করার বা ডায়াগনস্টিক টেস্ট কিট দেশ-বিদেশের বাজারে ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে। করোনা রোগ শনাক্ত করার যে সব কিট আন্তর্জাতিক বাজারে পাওয়া যায় এটি সে সব কিটের সমমানের এবং এর দ্বারা মাত্র দু’ঘণ্টার মধ্যে নির্ভুল ভাবে কোভিড-১৯ শনাক্ত করা যাবে।

পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস কোম্পানির ব্যবসা বিস্তার বিষয়ক ব্যবস্থাপক ওয়াহিদ ইউনেসি জানান, গত মাসের ১৯ তারিখে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই তার কোম্পানি এ কিট তৈরির কাজ শুরু করে। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট সে সময়ে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন এবং তার এ আহ্বানে সাড়া দিয়ে পিশতাজ তেব জামান ডায়াগনস্টিকস কোম্পানি এটি তৈরির কাজ শুরু করে।

ইউনেসি জানান, তার কোম্পানির প্রতি সপ্তাহে ৮০,০০০ কিট ইরানের অনুমোদিত ল্যাবগুলোতে সরবরাহ করার সক্ষমতা রয়েছে। তা ছাড়া, আগামি এক মাসের মধ্যে ৪ লাখ কিট সরবরাহ করার প্রস্তুতিও তাদের আছে।

এই কিট আন্তর্জাতিক বাজারে ছাড়ার বিষয়ও কথা বলেন তিনি। তিনি জানান, ইরানের চাহিদা পূরণের পরে তাদের তৈরি কিট বিদেশে রফতানি করা শুরু করবে। এরই মধ্যে প্রায় ২০ টি দেশ এ কিট কেনার জন্য ক্রয়াদেশও দিয়েছে বলে জানান তিনি।
সূত্র:parstoday

captcha