IQNA

করোনা আতঙ্কে জামাতের নামাজ নিষিদ্ধ করলো আল-আজহারের ওলামা কাউন্সিল

20:46 - March 27, 2020
সংবাদ: 2610490
তেহরান (ইকনা)- মিশরের আল-আজহারের ওলামা সুপ্রিম কাউন্সিল ফতোয়া প্রদানের মাধ্যমে করোনাভাইরাস সম্প্রসারণ রোধের জন্য জামাতের নামাজ নিষিদ্ধ করেছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভীর প্রশ্নের উত্তরে মিশরের আল-আজহারের ওলামা সুপ্রিম কাউন্সিল এই উত্তর দেয়।

এই ফতোয়ায় আরও উল্লেখ করা হয়েছে যে, ইসলামী দেশগুলির সরকারকে জামাতের নামাজ এবং জুমার নামাজ বাতিল করতে হবে, কারণ মুসল্লিদের সমাবেশের মাধ্যমে মারাত্মক এই ভাইরাসের বিস্তার দ্রুত গতিতে প্রসর ঘটবে।

মিশরের ফতোয়া কাউন্সিল ১৫ই মার্চ জুমা এবং জামাতের নামাজ বন্ধ করার অনুমতি দিয়েছে।

ভয়ঙ্কর করোনাভাইরাস অ্যান্টার্কটিকা ব্যতীত সকল মহাদেশে ছড়িয়ে পড়েছে। এপর্যন্ত ৪ লাখ ৫০ হাজার মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়েছে এবং ১৯,৮০০ অধিক লোকের মৃত্যু হয়েছে। iqna

 

captcha