IQNA

নিষেধাজ্ঞা অমান্য করে জুমা আদায় করায় পাকিস্তানে আটক ৪৩

18:43 - March 31, 2020
সংবাদ: 2610512
তেহরান (ইকনা)- পাকিস্তানে নিষেধাজ্ঞা অমান্য করে জুমার জামাত আদায় করায় দুই প্রদেশে ৪৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশটির সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে এ নিষেধাজ্ঞা আরোপ করে দুই প্রদেশিক সরকার। আটক ব্যক্তিদের মাঝে ৩৮ জন সিন্ধু প্রদেশের বাকি ৫ জন পাঞ্জাবের।

আটক ব্যক্তিদের মাঝে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও তত্ত্বাবধায়ক রয়েছেন। পাকিস্তানের ডন পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

সিন্ধু সরকারের মুখপাত্র মুর্তজা ওয়াহাব বৃহস্পতিবার এক টুইটার বার্তায় মসজিদে জামাতে নামাজ আদায়ের নিষেধাজ্ঞার বিষয়টি জানান। তিনি বলেন, উলামা ও চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরে আরও বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষ আগামী ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারবেন না। এর আওতায় পবিত্র জুমার নামাজও রাখা হয়েছিল।

তবে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধ করা হয়নি। মসজিদ কর্মীসহ মোট পাঁচজন জামাতে নামাজ পড়তে পারবেন।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার পবিত্র জুমার দিন মসজিদে উপস্থিতি কম ছিল। তবে সব ধরনের মতবাদের অনুসারীরাই সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন। এমনকি যেসব মতবাদের ধর্মীয় নেতারা সরকারের সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে ছিলেন, তাদের অনুসারীরাও অনেকে নিষেধাজ্ঞা মানেননি। তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির তিনটি ধারায় প্রাথমিক তথ্যবিবরণী বা এফআইআর দাখিল করা হয়েছে।
সূত্র: rtvonline

captcha