IQNA

করোনার কারণে সৌদি আরবে তারাবীর সালাত বাতিল হওয়ার সম্ভাবনা

19:34 - April 12, 2020
সংবাদ: 2610581
তেহরান (ইনকা)- সৌদি আরবের এক আলেম ঘোষণা করেছে, পবিত্র রমজান মাস পর্যন্ত করোনাভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে এদেশের মসজিদসমূহে তারাবীর নামাজ বাতিল করা হবে।

আল-সাউদিয়া নেটওয়ার্কের সাথে টেলিফোনে কথোপকথনে –তারাবীর নামাজসহ জামাতের নামাজের স্থগিতাদেশ কি অব্যাহত থাকবে?- প্রশ্নের উত্তরে সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মাদ আল-আকিল বলেছেন: যতক্ষণ পর্যন্ত সিনিয়র উলেমা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থগিতাদেশ তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত জামাতের নামাজ স্থগিত থাকবে।

হারামাইন শারিফাইনের প্রধানের প্রতিনিধি আহমাদ আল-মানসুরি মক্কা-মদিনায় জামাতের নামাজ আদায় সম্পর্কে বলেন: সিনিয়র উলেমা বোর্ড আসন্ন রমজান মাসে মক্কা-মদিনায় জামাত সহকারে তারাবী নামাজ পড়ার পরিকল্পনাটি মূল্যায়ন করছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে ১৮ই মার্চে সৌদি আরবের সুপ্রিম ওলামা কাউন্সিল সেদেশের সকল মসজিদে জুমার নামাজ সহকারে সকল প্রকার জামাতের নামাজ স্থগিতের নির্দেশ দিয়েছে।

সৌদি আরবে ১০ই মার্চ পর্যন্ত করোনাভাইরাসে মোট ৩৬৫১ জন আক্রান্ত হয়েছেন এবং এরমধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। iqna

captcha