IQNA

পাকিস্তানে রমজান মাসে মসজিদ বন্ধের বিরোধিতায় আলেমগণ

20:46 - April 15, 2020
সংবাদ: 2610602
তেহরান (ইকনা)- প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মসজিদে নামাজ আদায়ে সীমাবদ্ধতা আরোপের ব্যাপারে পাকিস্তান সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে তা নিয়ে দেশটির অন্তত ৫০ জন আলেম সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খানের সরকারকে এই হুঁশিয়ারি দেন। তারা বলেছেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করবেন না।

করোনা রোধে পাকিস্তান সরকার সামাজিক দূরত্ব নিশ্চিতে নানা বিধিনিষেধ আরোপ করেছে। এরপরও দেশটির রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বেফাকুল মাদারিসের আলেমরা সরকারকে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকার নির্দেশনা জারি করতে নিষেধ করেছেন।

সংগঠনের শীর্ষ পর্যায়ের ৫৩ জন আলেম ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ায় বৈঠকে বসেন। বৈঠকে আলেমদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার শিক্ষক, নিষিদ্ধ ধর্মীয় সংগঠনের নেতা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসেও পাকিস্তান সরকার মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কিছুটা সীমাবদ্ধতা আরোপের পরিকল্পনা নিয়েছে বলে খবর বেরোয়। এরপর পাকিস্তানের আলেমদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এল।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় করোনার মোকাবেলায় পর্যাপ্ত সংস্থান এবং তহবিল নেই, এবং কর্মজীবন বন্ধ হলে মানবিক সংকট তৈরি হতে পারে। তিনি আরও বলেন: আমাদের প্রধান উদ্বেগ হ'ল এভাবে চলতে থাকলে মানুষ অনাহারে মারা যাবে। আমাদের সামনে দু’টি পথ খোলা রয়েছে: করোনাভাইরাসের সাথে যুদ্ধ করে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কমাতে হবে। অথবা, জনগণের দৈনন্দিন কর্ম সীমাবদ্ধ রেখে তাদের পেট খালি রাখতে হবে। iqna

 

captcha