IQNA

টেলিভিশনে সম্প্রচারিত হওয়া মসজিদে নববির প্রথম জুমার নামাজ (ভিডিও)

21:22 - April 15, 2020
সংবাদ: 2610603
তেহরান (ইকনা)- সম্প্রতি সৌদি আরবের এক সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারী মসজিদে নববিতে অনুষ্ঠিত জুমার নামাজের একটি পুরনো ভিডিও প্রকাশ করেছে। এটি সেদেশের টেলিভিশনে সম্প্রচারিত হওয়া প্রথম জুমার নামাজ।

এই ভিডিওয় সৌদি আরবের জাতীয় টেলিভিশনের প্রাক্তন সংবাদ উপস্থাপক মরহুম মাজেদ আল-শাবাল বলেন: সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের আদেশ জুমার নামাজের সরাসরি ভিডিও সম্প্রচার করা হয়েছে। ভিডিওটিতে পর্যায়ক্রমে মসজিদুল হারাম ও মসজিদে নববি দেখানো হয়েছে। iqna

 

 

 

captcha