IQNA

আয়াতুল্লাহ বাশির নাজাফির রোজা ও করোনা সংক্রান্ত ফতোয়া

16:51 - April 17, 2020
সংবাদ: 2610611
তেহরান (ইকনা)- ইরাকের শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ বাশির হোসেন আল নাজাফি করোনার প্রাক্কালে রোজা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন।

করোনার রোগের প্রাদুর্ভাবের দিনে রোজা রাখার বিষয়ে আয়াতুল্লাহ বাশির নাজাফির মতামত নীচে তুলে ধরা হলো:

প্রশ্ন: বিশ্বে করোনা ভাইরাসের বিস্তৃতির প্রাক্কালে রোজা রাখার বিধান কি এবং এসময় যদি কেউ রোজা রাখে এবং অসুস্থ হওয়ার আশংকা করে তাহলে তার বিধান কি?

উত্তর: রোজদার ব্যক্তি যদি জানতে পরে যে রোজা রাখলে এই রোগে আক্রান্ত হবে, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙ্গা ফরজ। চিকিৎসকদের গবেষণা যা আমাদের হাতে পৌঁছেছে, তাতে দেখা যায় যে, রোজা এবং করোনারি হার্ট ডিজিজের কোন যোগসূত্র নেই। সকল মুসলমানদের উদ্দেশ্যে হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন: “সুস্থ থাকার জন্য রোজা রাখো”। সুতরাং, রোগ প্রতিরোধ বিশেষত করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধের জন্য এই পবিত্র মাসে রোজা রাখত হবে।

মহান আল্লাহ সকল মানুষকে, বিশেষত মুমিনদের উত্তম প্রতিদান দান করুক

১৮ শাবান, ১৪৪১ হিজরি

(১২ই এপ্রিল, ২০২০)

iqna

 

আয়াতুল্লাহ বশির নাজাফির রোজা ও করোনা সংক্রান্ত ফতোয়া

captcha