IQNA

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জামাতের নামাজ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

20:15 - April 21, 2020
সংবাদ: 2610639
তেহরান (ইকনা)- মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালক বলেছেন: করোনার প্রাদুর্ভাবের কারণে পবিত্র রমজান মাসেও মসজিদে জামাতের নামাজ স্থগিতাদেশ অব্যাহত থাকবে।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালক আবদুর রাহমান আল-সাদিস ঘোষণা করেছেন: জিয়ারতকারী এবং মুসল্লিদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে এবং বিশেষজ্ঞ দলের সুপারিশের কারণে পবিত্র রমজান মাসে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে পাঁচ ওয়াক্তের নামাজ সহকারে তারাবির নামাজ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন: প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পবিত্র রমজানে হারামাইন শরিফাইনে এতেকাফ’ও স্থগিত করা হয়েছে। রমজান মাসে করোনারি হার্ট ডিজিজ প্রতিরোধ করার জন্য মসজিদুল হারাম এবং মসজিদে নববী জীবাণুমুক্ত করা হবে।

আল সাদিস বলেন: শুধুমাত্র তারাবির নামাজে হারামাইন শরিফাইনে কর্মীগণ এবং জীবাণুমুক্ত করার জন্য নিয়োজিত কর্মীগণ অংশগ্রহণ করবেন। এই নামাজে অন্যান্য বছরের তুলনায় কুনুতের দোয়া একটু ব্যতিক্রম হবে। কুনুতের দোয়া সংক্ষিপ্ত করা হবে এবং কুনুতের দোয়ায় চলমান মহামারী শেষ করার জন্য দোয়া করা হবে।

হারামাইন শরিফাইনে তাপ ক্যামেরা স্থাপনের কথা উল্লেখ করে আল-সাদিস বলেন: "এই ক্যামেরাগুলি সর্বশেষ প্রযুক্তি অনুসারে ডিজাইন করা হয়েছে।"

উল্লেখ্য যে, ভয়ঙ্কর করোনাভাইরাসের প্রকোপের কারণে সৌদি কর্তৃপক্ষে ২১শে মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জামাতের নামাজ এবং জিয়ারতকারীদের উপস্থিত নিষিদ্ধ ঘোষণা করেছে। iqna

 

captcha