IQNA

পশ্চিমা সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন মিশরের শাইখুল আজহার

19:25 - April 30, 2020
সংবাদ: 2610695
তেহরান (ইকনা)- মিশরের শাইখুল আজহার পশ্চিমা সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, যারা পশ্চিমা সভ্যতার ইতিহাস অনুসরণ করছে, তারা অবিলম্বে এই বিপজ্জনক বিচ্যুতি দেখতে পারবে।

মিশরের শাইখুল আজহার ও গ্র্যান্ড মুফতি “আহমাদ তাইয়্যেব” বলেছেন: অনেক অনুদিত গ্রন্থে মহান আল্লাহ, ধর্ম, মানবিক মূল্যবোধ এবং প্রকৃতিকে অস্বীকারকারী সংস্কৃতি বিচরণের গুরুতর বিপদের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

শাইখুল আজহার বলেন: মূল সমস্যা হচ্ছে, পশ্চিমারা সাংস্কৃতিক আগ্রাসন এবং সংস্কৃতি সঞ্চারিত করার মাধ্যমে আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চাচ্ছে। সুতরাং আমাদের ইসলামী সংস্কৃতি মেনে চলতে হবে।

হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিসের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন: বর্তমানে গোটা বিশ্বে করোনাভাইরাসের প্রভাব বিস্তার করছে। আর এখনই বান্দাদের উচিত মহান আল্লাহর দিকে ফিরে যাওয়া। এজন্য খোদা বিরোধী যেসকল আচরণ রয়েছে, সেগুলো আমাদের বর্জন করতে হবে। iqna

captcha