IQNA

সম্পূর্ণ কুরআন হেফজ করলেন ৯৮ বছরের এক বৃদ্ধা

16:54 - May 16, 2020
সংবাদ: 2610789
তেহরান (ইকনা): সৌদি আরবের ৯৮ বছরের বৃদ্ধা “ছামারা মুহাম্মাদ জাফর আল ওমাইরী আল শাহরী” সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

মানুষ তার বয়সের যে কোন স্তরে থাকুক না কেন, তার ইচ্ছার শেষ নেই। ঠিক এমনই একটি ব্যাপার সৌদি আরবের ৯৮ বছরের বৃদ্ধা “ছামারা মুহাম্মাদ জাফর আল ওমাইরী আল শাহরী” জীবনেও ঘটেছে।

“ছামারা মুহাম্মাদ জাফর আল ওমাইরী আল শাহরী” ছেলে সায়াদ বিন সায়িদ এ ব্যাপারে বলেন: “আমার মায়ের ষষ্ঠ শ্রেণির শংসাপত্র রয়েছে। তিনি ১৪০৯ সালে “হাফর আল বাতিন” এবং “খামিস মুশায়াত” শহরে কুরআন হেফজ করতে শুরু করেন।

তিনি বলেন: আমার মা "তনুমেহ" প্রদেশের কুরআন মেমরি সোসাইটি "আয়াত"-এর আওতাধীন দার আল-সুমো কুরআন হেফজ সেন্টারে কুরআন হেফজ শুরু করেন।


সায়াদ বিন সায়িদ আরও বলেন: কুরআন হেফজ শেষ করার পর থেকে তাঁর অনুভূতি অবর্ণনীয়। এই অনুভূতি শুধুমাত্র যারা এই সাফল্য অর্জন করেছেন তারাই বুঝতে পারবেন। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha