IQNA

পাকিস্তানে ইমামদের (আ.) অন্তর্গত পবিত্র কুরআনের ভার্চুয়াল প্রদর্শনী + ভিডিও

5:41 - May 23, 2020
সংবাদ: 2610832
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের পেশোয়ার শহরে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে কুরআনের পাণ্ডুলিপির ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআনের এসকল সূক্ষ্ম ও ঐতিহাসিক পাণ্ডুলিপি ১২ ইমাম (আ.)এর অন্তর্গত।

এই প্রদর্শনী ইমাম রেজা (আ.)এর মাযারের পক্ষ থেকে পেশোয়ারে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের ভার্চুয়াল পেজে প্রদর্শিত হয়েছে। এতে ইমামগণের (আ.) হাতে লেখা কুরআন সহ পবিত্র কুরআনে প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।

ইমাম আলী (আ.), ইমাম হাসান (আ.), ইমাম হুসাইন (আ.), ইমাম সাজ্জাদ (আ.) এবং ইমাম রেজা (আ.)এর হাতে লেখা কুরআনের পাণ্ডুলিপিসহ প্রাচীন হস্তলিখিত মূল্যবান কুরআন শরিফের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।

পেশোয়ার কুরআন প্রদর্শনীটি মূলত ভার্চুয়াল পেজে অনুষ্ঠিত হয়েছে। এই পেজে প্রবেশ করে ইমামদের হাতে লেখা কুরআনের পাণ্ডুলিপি ছাড়াও চতুর্থ হিজরি থেকে ১৩ হিজরি পর্যন্ত প্রাচীন ও হস্তলিখিত পাণ্ডুলিপিসমূহ দেখতে পারবেন।

যারা এই প্রদর্শনীটি দেখতে ইচ্ছুক তারা পেশোয়াস্থ ইরানী কালচারাল সেন্টারের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের পেজে প্রবেশ করে পবিত্র কুরআনের মূল্যবান পাণ্ডুলিপিসমূহ দেখবে পারবেন:

https://www.youtube.com/watch?v=MTQ۸qLMiVZ۸
https://www.instagram.com/tv/CAXFpMQJuS۷/
https://www.facebook.com/۱۰۲۴۸۴۳۱۴۶۲۸۹۲۱/videos/۱۷۶۳۲۱۵۲۷۰۴۵۹۲۹

iqna

captcha