 
                          
সৌদি আরবের বাদশাহ সালমান আগামী রবিবার থেকে মসজিদগুলিকে ২০ দিনের জন্য পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন বলে সৌদি আরবের সরকারী বার্তা সংস্থা ওয়াশ জানিয়েছে। তবে, হারামাইন শরিফাইনে সীমিত সংখ্যক মুসল্লির উপস্থিতে জামাতের নামাজ অব্যাহত থাকবে।
তবে লকডাউন শিথিল করা হলেও হজ ও ওমরাহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিতই থাকছে। প্রথম ধাপে আগামী বৃহস্পতিবার (২৮ মে) থেকে ৩০ মে পর্যন্ত বর্তমানে জারি থাকা ২৪ ঘণ্টার কারফিউর পরিবর্তে বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এসময় শহর ও অঞ্চলগুলোতে চলাচল করা যাবে বলেও জানানো হয়। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও শপিং মল খোলারও অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ৩১ মে রোববার থেকে মক্কা বাদে সব এলাকায় কারফিউ শিথিল করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। এ ছাড়া শহর ও অঞ্চলগুলোতে চলাচলের অনুমতি দেওয়া হবে বলেও জানানো হয়। প্রতিবেদনে আরো জানানো হয়, আগামী রোববার পর্যন্ত সব এলাকায় বিকাল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এরপর থেকে সময় পরিবর্তন করে রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত করা হচ্ছে।
এর আগ পর্যন্ত সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে হবে এবং ৫০ জনের বেশি মানুষের সমাগমের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে, বিউটি সেলুন, বারবারশপ, খেলাধুলার ক্লাব, বিনোদন কেন্দ্র ও সিনেমাহলসহ যেসব ক্ষেত্রে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলা কঠিন, সেসব ক্ষেত্রগুলো বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরাহ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ৭৫ হাজার জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ৬৬৮ জন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন ৩৮৪ জন। iqna