IQNA

হযরত মাসুমা (সা. আ.)এর মাজারের জাদুঘরে হস্তলিখিত পাণ্ডুলিপির ভাণ্ডার + ছবি

21:09 - June 22, 2020
সংবাদ: 2611005
তেহরান (ইকনা): ইরানের পবিত্র নগরী কোমে শায়িত রয়েছেন আহলে বায়েত (আ.)এর অষ্টম নক্ষত্র ইমাম রেজা (আ.)এর প্রিয় বোন হযরত মাসুমা (সা. আ.)। তাঁর এই পবিত্র মাযারের জাদুঘরে গিল্ডিং, শোভাকর এবং ক্যালিগ্রাফিসহ পবিত্র কুরআনের হস্তলিখিত অনেক পাণ্ডুলিপি রয়েছে।

এই জাদুঘরে সুরক্ষিত পবিত্র কুরআনের কিছু পাণ্ডুলিপি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শতাব্দী এবং আব্বাসীয় খলিফাদের আমলে লেখা হয়েছে এবং কিছু পাণ্ডুলিপি ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ আমলে লেখা হয়েছে, বিশেষ করে আলে বুইয়ে, সেলজুকিয়ান, ইলখানিয়ান, তৈমুরিয়ান, সাফাভিয়ান এবং কাজরিয়ান শাসনের আমলে লেখা হয়েছে।

 

এরমধ্য অধিকাংশ পাণ্ডুলিপি সাফাভিয়ান আমলের অন্তর্ভুক্ত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে এই সময় শৈল্পিক শাখার বিকাশ বিশেষ করে বই বাইন্ডিং ও সজ্জার পূর্ণবিকাশ ঘটে। iqna

captcha