IQNA

ইন্দোনেশিয়ায় উপকূল থেকে প্রায় একশ রোহিঙ্গা উদ্ধার

21:42 - June 25, 2020
সংবাদ: 2611024
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে উপকূলের কাছে নৌকা থেকে ৩০ শিশুসহ প্রায় একশ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার স্থানীয় তিন জেলে তাদের উদ্ধার করেন। নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় উপকূল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে ভাসতে থাকে তাদের নৌকাটি। নৌকাটি দেখতে পেয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসেন জেলেরা।

নৌকাটি কয়েক সপ্তাহ ধরেই সমুদ্রে ভাসছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে না খেয়ে আছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা। ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের ধারণা, মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে তারা নৌকায় করে পালিয়ে যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষকে আশ্রয় প্রার্থীদের উদ্ধার ও সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছে যারা কয়েক সপ্তাহ ধরে সমুদ্রে আটকা পড়ে থাকতে পারে। iqna

captcha