IQNA

18:34 - July 03, 2020
সংবাদ: 2611071
তেহরান (ইকনা): সংযুক্ত আরব আমিরাতের মসজিদসমূহ পুনরায় চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণার পরে দুবাইয়ের বুর্জ খলিফায় আজানের সুমধুর ধ্বনি বেজে উঠেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিগত কয়েক মস আমিরাতের মসজিদসমূহ বন্ধ ছিল। পুনরায় সেদেশের মসজিদ খোলার উৎসবে বুর্জ খলিফায় আজান দেওয়া হয়েছে।

এছাড়াও “হাইয়া আলাস সালাহ” বাক্য বলার সাথে সাথে টাওয়ার থেকে আলোকসজ্জা প্রসৃত হয়েছে। আমিরাতে পুনরায় মসজিদ খোলার জন্য এই টাওয়ারের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানানো হয়েছে। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: