IQNA

পরিবর্তন করা হলো পবিত্র কাবাঘরের গিলাফ + ভিডিও

12:31 - July 30, 2020
সংবাদ: 2611232
তেহরান (ইকনা): বার্ষিক ঐতিহ্য অনুসারে এ বছরেও পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালকের উদ্যোগে এই পবিত্র গিলাফ পরিবর্তন করা হয়েছে।

এই অনুষ্ঠানটি গতকাল (২৯শে জুলাই) রাতে ক্বাবা কার্টেন অ্যাসেমব্লির সাধারণ অধিদপ্তর "কিং আবদুল আজিজ" কর্তৃক নিযুক্ত একটি দল দ্বারা সম্পাদিত হয়েছে। এই সময়ে পুরানো গিলাফ সরিয়ে নতুন গিলাফ দিয়ে পবিত্র কাবাঘর ঢেকে দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিস্থিতি বিবেচনা করে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালক প্রতিরোধমূলক এবং স্বাস্থ্যকর ব্যবস্থা পালন করে এই পবিত্র ঘরের গিলাফ পরিবর্তন করেছেন। এবছর হাজিদের উপস্থিতি ছাড়াই গিলাফ পরিবর্তন করা হয়েছে।

কালো রং-এর এই পর্দায় «يا الله يا الله» "ইয়া আল্লাহ ইয়া আল্লাহ", «لا إله إلا الله محمد رسول الله» "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ", «سبحان الله وبحمده» “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি”, «سبحان الله العظيم» “সুবহানাল্লাহিল আযীম” এবং «يا ديان يا منان» “ইয়া দাইয়ানু ইয়া মান্নান” লেখাসমূহ বেশ কয়েকবার পুনরাবৃত্তি হয়েছে। iqna

 

captcha