IQNA

যুক্তরাষ্ট্রের টার্গেট ভোট, আমিরাতের চোখ অস্ত্রে, ইসরাইল চায় ভূখণ্ড; কপাল পুড়ল ফিলিস্তিনের

3:40 - August 20, 2020
সংবাদ: 2611346
তেহরান (ইকনা): নানা বিতর্ক স'ত্ত্বেও আরেকবার প্রেসিডেন্ট হতে উঠেপড়ে লে'গেছেন ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত করতে ইহুদি ভোটের দিকে নজর দিচ্ছেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে আরও প্র'ভাব ও নিয়'ন্ত্রণ বাড়াতে মার্কিন অস্ত্র চায় সংযুক্ত আরব আমিরাত। আর ইসরাইলের চিরদিনের চাওয়া ফিলিস্তিনি ভূমির দ'খল। আর তিন পক্ষের এই তিন স্বার্থের বলি হচ্ছে ফিলিস্তিন। ক'পাল পুড়ছে নির্যাতিত ফিলিস্তিনিদের।

গত নির্বাচনের মতো ইহুদিদের ভোট নি'শ্চিত এবারও সেই ইসরাইল তোষণকেই কৌ'শল হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। ক্ষমতায় আসার কয়েক মাস পরই আন্তর্জাতিক আইনকে বু'ড়ো আ'ঙুল দেখিয়ে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘো'ষণা করেন তিনি। শুধু তাই নয়, মার্কিন দূতাবাসও স'রিয়ে এনেছেন। ফিলিস্তিন-ইসরাইলের দ্বিরাষ্ট্র সমাধানকে অ'স্বী'কার করে ‘ডি'ল অব দ্য সেঞ্চুরি’ নামে বি'তর্কি'ত একটি প্রস্তাবও প্রণয়ন করেছেন ট্রাম্প। সর্বশেষ গত সপ্তাহে (বৃহস্পতিবার) তারই ম'ধ্য'স্থতায় উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি ঘৃ'ণ্য চু'ক্তিতে স্বা'ক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত।

যুক্তরাষ্ট্রে ইহুদিরা সংখ্যায় কম হলেও অর্থবিত্ত, জ্ঞান-বিজ্ঞানে তারাই এগিয়ে। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৭০ শতাংশের মালিক ইহুদিরা। মার্কিন অর্থনীতিও ইহুদিদের নিয়'ন্ত্রণে। ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইহুদিরা কৌ'শলে যুক্তরাষ্ট্রকে তাদের রাষ্ট্র ইসরাইলের অলিখিত তত্ত্বা'বধায়ক নি'য়োগ করে রেখেছে। শুরু থেকে এই পর্যন্ত নি'র'বচ্ছি'ন্নভাবে প্রতি বছর দেশটির সেনাবাহি'নীর সিংহভাগ খরচ প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্টদের মতো সেই ধারাবাহিকতা র'ক্ষা করে চলেছেন ট্রাম্প।
সূত্র:mtnews24

captcha