IQNA

মহানবী (স.)-কে অবমাননা; ইরানি আলেমগণের তীব্র প্রতিবাদ

19:02 - September 06, 2020
সংবাদ: 2611432
তেহরান (ইকনা): মহানবী হজরত মুহাম্মাদ (সা.) ও পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আব্দুল্লাহ জাওয়াদ অমুলি ও আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি আলাদা বিবৃতিতে সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো এবং ফ্রান্সের ম্যাগাজিনে মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আয়াতুল্লাহ জাওয়াদ অমুলি বলেছেন, ইউরোপের সরকারগুলোর উচিৎ এ ধরণের তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। তাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই পবিত্র কুরআন ও মহানবী (সা.) সহ কোনো ঐশী গ্রন্থ ও নবী-রাসূলকে অবমাননা করার সুযোগ পাবে না। এ ধরণের ঘৃণ্য তৎপরতার মাধ্যমে শত্রুরা তাদের লক্ষ্য হাসিল করতে পারবে না বলেও তিনি জানান। পার্সটুডে

এছাড়া আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি এক বিবৃতিতে বলেছেন, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মনে ভয়-ভীতি তৈরি করতে ইহুদিবাদী ও মার্কিন থিন্কট্যান্কগুলোর সহযোগিতায় কুরআন ও মহানবী (সা.)-কে অবমাননার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিশ্বের সব মুসলমানকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ জন্য নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করা জরুরি। iqna

captcha