IQNA

সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করুন: তুরস্ককে জাতিসংঘ যুদ্ধাপরাধ প্যানেল

0:15 - September 17, 2020
সংবাদ: 2611486
তেহরান (ইনকা): সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর তুর্কি সমর্থিত গেরিলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ যুদ্ধাপরাধ বিষয়ক প্যানেল। এসব গেরিলা সম্ভবত বিভিন্ন রকমের যুদ্ধাপরাধ করে থাকতে পারে যারা বহুসংখ্যক গুম, খুন, ধর্ষণ, পণবন্দি করাসহ নানা অপরাধ করেছে।

গতকাল (মঙ্গলবার) প্রকাশিত চলতি বছরের ছয় মাসের ওপর প্রকাশিত একটি রিপোর্টে জাতিসংঘ যুদ্ধাপরাধ বিষয়ক প্যানেল বলেছে, কথিত ফ্রি সিরিয়ান আর্মি বহু সংখ্যক বেসামরিক ব্যক্তিকে অপহরণ এবং তাদেরকে হত্যা করার জন্য তুরস্কে পাচার করেছে। জাতিসংঘ প্যানেল বলছে, এ ধরনের বেআইনি পাচার যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।

তুর্কি সমর্থিত গেরিলাদের অপরাধ বিষয়ক রিপোর্ট প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি পাওলো পিনহিরো বলেন- আফরিন, রাস আল-আইনসহ সংলগ্ন এলাকায় ফ্রি সিরিয়ান আর্মির লোকজন পণবন্দী, হিংসাত্মক তৎপরতা, নির্যাতন এবং ধর্ষণের মতো যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। এদের নিয়ন্ত্রণের জন্য তুরস্ক সরকারের তৎপর হওয়া উচিত।
সূত্র: পার্সটুডে

captcha