IQNA

কারবালায় “হুসাইনী শিশু" ফটোগ্রাফি প্রতিযোগিতা

20:37 - September 24, 2020
সংবাদ: 2611527
তেহরান (ইকনা): ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের চিলড্রেনস ডিপার্টমেন্টের পক্ষ থেকে “হুসাইনী আস-সাগীর” (হুসাইনী শিশু) শিরোনামে বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতার মুল ইস্যু হচ্ছে আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণকারী শিশু এবং এসকল পদযাত্রীদের সেবা করা শিশুগণ।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের চিলড্রেনস ডিপার্টমেন্টের কর্মকর্তা মুহাম্মাদ আল-হাসনাভী বলেন: নবী (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর অমর চল্লিশা আগমনের সাথে সাথে এই পবিত্র মাযারের চিলড্রেনস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণ করা শিশুদের প্রতিপাদ্য নিয়ে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন: এই প্রতিযোগিতা বয়স অনুপাতে দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণী হচ্ছে প্রাপ্ত বয়স্ক এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে ১৫ বছরের নীচের কিশোর ও কিশোরীগণ। এই প্রতিযোগিতায় অংশ করার শর্তগুলি হল হাই রেজোলিউশন ফটোগুলির পাশাপাশি নাম ছাড়াই প্রি-রিচুচড ফটো এবং মূল ফটো প্রেরণ করতে হবে।

তিনি আরও বলেন: ছবি জমা দেওয়ার শেষ সময় সফর মাসের ২২ তারিখ (‌১০ম অক্টোবর)। বিজয়ীদের নাম ওয়েবসাইটে ঘোষণা করা হবে।

আগ্রহী ব্যক্তিবর্গ নিজেদের তোলা ছবিগুলো HTTP: //alhussini.mgz@gmail.com বা টেলিগ্রাম নম্বর 009647702800852 –তে পাঠাতে পারবেন।

প্রাপ্তবয়স্ক বিভাগের প্রথম স্থানে উত্তীর্ণকে ২ লাখ ইরাকি দিনার এবং দ্বিতীয় স্থানে উত্তীর্ণকে এক লাখ ৫০ হাজার ইরাকি দিনার, তৃতীয় স্থানে উত্তীর্ণকে ১ লাখ ইরাকি দিনার অনুদান এবং শিশু বিভাগে বিজয়ীকে মাইক্রোফ্লেক্স 102 ক্যামেরা অনুদার করে সম্মানিত করা হবে। iqna

captcha